রাজশাহীর দর্শনীয় স্থান গুলো জেনে নিন - রাজশাহী শহরের যে ১৫টি স্থানে অবশ্যই ভ্রমণ করবেন
রাজশাহীর দর্শনীয় স্থানগুলো জেনে নিন এবং রাজশাহী শহরের যে কয়টি স্থানে ভ্রমণ করবেন সেই সবকিছু সম্পর্কে বিস্তারিত জানুন, তাহলে আপনার জন্য রাজশাহীতে ভ্রমণে আসা সহজ হয়ে যাবে।
রাজশাহী সম্পর্কে সবকিছু জেনে আসলে আপনার ভ্রমণটা ভালো হবে এবং তার সাথে রাজশাহীর কোন দর্শনীয় স্থান আপনি মিস করবেন না তাই অবশ্যই রাজশাহীর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত জানুন।
রাজশাহীর দর্শনীয় স্থান -পদ্মা গার্ডেন
রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হল রাজশাহী পদ্মা গার্ডেন। এটি রাজশাহীর মানুষদের কাছে এবং বাইরে থেকে যারা রাজশাহীতে ঘুরতে আসেন তাদের কাছেও খুবই জনপ্রিয় একটি জায়গা। যেখানে প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষ অবস্থান করেন এবং সময় কাটান। পদ্মা নদীর তীরে অবস্থিত এই পদ্মা গার্ডেন অনেক মানুষের কাছে আবেগের একটি জায়গা।
মূলত পদ্মা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এর বিনোদন কেন্দ্র পদ্মা গার্ডেন। যেখানে বিকেল হলেই ভিড় জমে লাখ লাখ মানুষের, খুবই মনোমুগ্ধকর পরিবেশের এই পদ্মা গার্ডেন । পদ্মা নদীর তীরে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে অনেক বিনোদন কেন্দ্র তার মধ্যে পদ্মা গার্ডেন অন্যতম।
রাজশাহী শহরের সাহেব বাজার এলাকার বড় মসজিদের পিছন দিয়ে ৫/৬ মিনিট হেঁটে গেলেই এই পদ্মা গার্ডেন পাওয়া দেখতে পাওয়া যাবে। গার্ডেনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ থেকে শুরু করে আরো অনেক কিছু যা কিনা আপনাকে মুগ্ধ করবে। তাই অবশ্যই আপনি রাজশাহীতে বেড়াতে আসলে অবশ্যই এই পদ্মা গার্ডেনে ঘুরতে আসবেন।
রাজশাহীর দর্শনীয় স্থান -লালন শাহ মুক্তমঞ্চ
লালন শাহ্ মুক্তমঞ্চ ও পদ্মা নদীর তীরে অবস্থিত যা কিনা পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা আর একটি সুন্দর বিনোদন কেন্দ্র। পদ্মা গার্ডেন থেকে পশ্চিম দিকে সোজা হেঁটে গেলে একটু সামনেই পড়বে লালন শাহ মুক্তমঞ্চ। যেখানে রয়েছে খুব সুন্দর সবার বসে থাকা জায়গা। লালন শাহ মুক্তমঞ্চ টি ২০১৩ সালে স্থাপিত হয়।
মুক্তমঞ্চটিতে রয়েছে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা এখানে তাই নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে যার কারণে সব সময় এখানে অনেক মানুষের সমাগম থাকে। এটি সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এটি সবার খুব পছন্দের একটি জায়গা।
তাছাড়া ওইখানে রয়েছে বিশুদ্ধ বাতাস সব সময় এত পরিমাণে বাতাস আসে যে মানুষ সেখানে সে প্রকৃতির আবহাওয়া অনুভব করার জন্য একটু প্রশান্তি অনুভবের জন্য সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই এটি খুবই সুন্দর একটি জায়গা। তাছাড়াও এখানে অনেক ধরনের শুটিং ফটোশুট হয়ে থাকে।
রাজশাহীর দর্শনীয় স্থান- সীমান্ত নোঙ্গরও সীমান্ত অবকাশ
মুক্তমঞ্চের পাশে রয়েছে সীমান্ত অবকাশ এবং পরে রয়েছে সীমান্ত নোঙ্গর এগুলো হলো রেস্টুরেন্ট এর মত তবে উন্মুক্ত। যেখানে অনেক ভালো সময় কাটানো যাই আর এখানেও রয়েছে অনেক সুন্দর আবোহাওয়া এবং ভরপুর বাতাস। সেখানে নানা রকম উভৈরব খাবার-দাবার পাওয়া যায়। বিকেল হলেই সেখানে ভিড় জমে হাজার মানুষের।
সামনে পদ্মার পাড়ের নিরিবিলি হাওয়া আর অন্যদিকে বসে থাকার সময় কাটানোর সুব্যবস্থা সবদিক দিয়েই খুবই ভালো একটি পরিবেশ।
রাজশাহীর দর্শনীয় স্থান - টি বাধঁ ও আই বাধঁ
রাজশাহীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরও একটি আকর্ষণীয় এবং সবার পছন্দের জায়গা হল টি বাধঁ ও আই বাধঁ। টি বাধঁ রাজশাহী শহরের সিএমবি মোড়ের দিকে অবস্থিত। এটি ইংরেজি বর্ণমালার বড় হাতের T মত দেখতে হওয়ায় এই জায়গাটির নাম দেওয়া হয়েছে টি বাধঁ।
এটি একটি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা, যেখানে বিকেল হলেই অনেক অনেক মানুষের আনাগোনা দেখা যায়। যেখানে সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যায় এবং সেই সাথে তাদের একটি ভালো সময় অতিবাহিত হয়। এখানে রয়েছে বিভিন্ন প্রকার খাবার-দাবারের ব্যবস্থা যা কিনা সবার খুব প্রিয়।
টি বাধেঁর মতো আরো একটি জায়গা হল আই বাধঁ , যেটি কোর্টের পেছনে অবস্থিত। এটিও একটি মনোমুগ্ধকর জায়গা যেখানে সব সময় হাজার হাজার মানুষের ভিড় থাকে। এটিও পদ্মা নদীর সাথে অবস্থিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক হাওয়া এত পরিমাণে যে আপনি এখানে গেলে আপনার হাজার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে।
রাজশাহীর দর্শনীয় স্থান - রাজশাহী চিড়িয়াখানা
রাজশাহীতে যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রাজশাহী চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা টি প্রায় ৩৩ একর জমির উপর নির্মিত বেশ বড় একটি বিনোদন কেন্দ্র। চিড়িয়াখানা টি প্রতিদিন সকাল ৮ সময় হলে খুলবে এবং সন্ধ্যা ৭ টা হলেই বন্ধ করে দিবে। এর ভেতরে রয়েছে অনেক কিছু যা আপনার অনেক ভালো লাগবে।
এটি রাজশাহী সাহেব বাজার থেকে দু কিলোমিটার পশ্চিম দিকে গেলে রাস্তার পাশে আপনি এটি দেখতে পাবেন। এখানে সরাসরি অনেক গাড়ি যাই তবে আপনি রিকশাতেও যেতে পারেন। এখানে ২০ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যেতেই দেখতে পাবেন অনেক অনেক গাছপালা ফুল গাছ বিভিন্ন প্রকার গাছ আর তারপর থেকে রয়েছে বিভিন্ন পশু পাখির জন্য আলাদা আলাদা খাচাঁর ব্যবস্থা।
আর সেই খাচাঁগুলোর মধ্যে রয়েছে সারি সারি ভাবে রাখা অনেক পশুপাখি যা আপনার খুব ভালো লাগে। এগুলো দেখতে দেখতে সামনের দিকে গেলে আপনি আরো দেখতে পাবেন বিভিন্ন বিনোদন ব্যবস্থা। এই চিড়িয়াখানাতে রয়েছে সবচেয়ে বড় নাগরদোলা আরো বিভিন্ন প্রকার বিনোদন ব্যবস্থা, যেটি কিনা শিশু থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবার খুব ভালো লাগবে।
তাই আপনি যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই এই চিড়িয়াখানাতে একবার হলেও ঘুরে যাবেন দেখবেন আপনার খুব ভালো লাগবে।
রাজশাহীর দর্শনীয় স্থান- শহীদ জিয়া শিশু পার্ক
রাজশাহী চিড়িয়াখানার মত আরেকটি বিনোদন কেন্দ্র হল শহীদ জিয়া শিশু পার্ক। এটি রাজশাহী জেলার নওদাপাড়া এলাকায় অবস্থিত, এটি ২০০৬ সালে নির্মিত হয় এটি প্রায় ১৩ একর জমির উপর নির্মিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url